আসিফ মহিউদ্দীন
১৭ জানুয়ারি ২০১৩ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা দ্য ববস-এর সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার জয়ী ব্লগার আবু সুফিয়ান প্রথমেই বলেন, বাংলাদেশের সাংবাদিক ও ব্লগাররা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷ একই সঙ্গে তাঁরা উদ্বিগ্ন ও শঙ্কিত যে এ ধরণের ঘটনা ঘটতে থাকলে এবং দোষীদের সনাক্ত করতে সরকার ব্যর্থ হলে এর পরে আরও বড় ধরণের ঘটনা ঘটতে পারে৷
সোমবার রাতে ঘটনার পর থেকেই ব্লগাররা হাসপাতালে ছুটে গেছেন৷ বাংলাদেশের বিভিন্ন ব্লগিং প্ল্যাটফর্মে এই ঘটনা নিয়ে লেখালিখি হচ্ছে৷ তাঁরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন৷
২০১২ সালটি ছিল বাংলাদেশে সাংবাদিকদের জন্য ছিল ভয়ংকর৷ এ বছর বহু সাংবাদিক নিহত বা নির্যাতনের স্বীকার হয়েছেন৷ ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির ওপর নজরদারি করা হয়েছে, ব্লগারদের উপর নজরদারি করা হয়েছে৷ এমন অবস্থায় সাংবাদিক ও ব্লগারদের ঐক্য অত্যন্ত জরুরি বলে মনে করেন আবু সুফিয়ান৷ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের জন্য দায়ীদের সনাক্ত ও তাদের বিচারের দাবিতে বিভক্ত সাংবাদিক ইউনিয়ন আন্দোলন করছে৷ এখন তারা একই মঞ্চে আসায় আশার আলো দেখা যাচ্ছে৷ তারা এই ঐক্য ধরে রাখতে পারলে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আবু সুফিয়ান মনে করেন৷
আবু সুফিয়ান এ প্রসঙ্গে আরও মনে করিয়ে দেন, যে সরকারই ক্ষমতায় এসেছে, তাদের আমলে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে৷ বর্তমান সরকারের আমলে একটি ঘটনারও বিচার এখনও পর্যন্ত হয় নি৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ