একটি সফরে সংগ্রাম বোঝা অসম্ভব
২১ সেপ্টেম্বর ২০১৫আগামী ডিসেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের আগে এই সফরের গুরুত্ব অনেক৷ সে জন্যই হয়ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইউরোপীয় দুই পররাষ্ট্রমন্ত্রীর এই যৌথ সফরকে ‘ঐতিহাসিক' ঘটনা বলে উল্লেখ করেছেন৷ প্রসঙ্গত, বাংলাদেশে ইউরোপের দু-দু'জন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর৷
ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও ফাবিউস ঢাকায় এসে প্রথমেই জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে সাভারে বংশী নদীতে নৌকা-ভ্রমণ করেন৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কথা বলেন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে৷ পরে তাঁরা বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে৷ এবং একেবারে শেষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ এছাড়া বাংলাদেশের দক্ষিণের কয়েকটি এলাকায় জার্মানির অর্থ সহায়তায় পরিচালিত প্রকল্পও পরিদর্শন করেন তাঁরা৷
এরপর দুই মন্ত্রী উপস্থিত হন ‘ফ্রাঙ্কো-জার্মান' যৌথ দূতাবাস ভবনের ‘টপিং অফ' অনুষ্ঠানে৷ এই প্রথম ঢাকায় জার্মানি এবং ফ্রান্সের দূতাবাস তৈরি হচ্ছে একই ভবনে৷ উল্লেখ্য, এক সময়ের দুই বৈরী দেশ জার্মানি ও ফ্রান্স একজোট হয়েছিল ১৯৬৩ সালে, ইউরোপীয় ইউনিয়নের এলিসি চুক্তির মধ্য দিয়ে, যা ‘ফ্রাঙ্কো-জার্মান' বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারিত্বের ভবিষ্যত রূপরেখা ঠিক করে দেয়৷ চুক্তির ৪০ বছর পর ২০০৪ সালে জার্মানি ও ফ্রান্স ঢাকায় একটি যৌথ দূতাবাস প্রতিষ্ঠার সিদ্বান্ত নেয়৷ ২০১৩ সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল৷
জলবায়ু পরিবর্তন মোকাবিলা
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তাঁরা এই একদিনের সফরে শুধুমাত্র একটা ধারণা নিতে চেষ্টা করেছেন৷ গত জুনে জার্মানিতে অনুষ্ঠিত জি ৭-এর বৈঠকে উন্নত দেশগুলো ‘বিশ্ব অর্থনীতিকে কার্বনমুক্ত করার' ব্যাপারে একমত হয়৷ তাদের মধ্যে জার্মানি এবং ফ্রান্স অন্যতম৷ বলা বাহুল্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩০ সালের মধ্যে নিজেদের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের তুলনায় ৪০ শতাংশ কমাতে রাজি হয়েছে৷
আগামী ডিসেম্বরে প্যারিস সম্মেলনে বাংলাদেশসহ আরও অনেক দেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় কী করবে, তা স্পষ্ট হবে৷ আর সেই সম্মেলনকে সামনে রেখেই ইউরোপের দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন৷ জানা গেছে, ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১০০ বিলিয়ন ডলার জোগাবে উন্নত বিশ্ব৷
তাঁদের এই সফরকে বাংলাদেশও খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে৷ তবে বাংলাদেশের পরিবেশবিদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মুখপাত্র ইকবাল হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু একটি সফর দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর জন্য এখানকার মানুষের সংগ্রাম বোঝা সম্ভব নয়৷ এর জন্য নিয়মিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া প্রয়োজন৷ আশা করি, এই সফরের মধ্য দিয়ে সেই উদ্যোগটি শুরু হবে৷''