1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজাব বিক্রির পরিকল্পনা বাতিল করলো ফরাসি

২৭ ফেব্রুয়ারি ২০১৯

জনরোষের মুখে মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফরাসি স্পোর্টস সামগ্রী বিক্রেতা কোম্পানি ডিকেটল্যুঁ৷

https://p.dw.com/p/3EAY7
Decathlon Sport Hijab Angebot (picture alliance/dpa)
ছবি: picture-alliance/MAXPPP/B. Chibane

ডিকেটল্যুঁ-র কর্মকর্তা জাভিয়ের রিভোয়া মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, মুসলিম নারী দৌড়বিদদের জন্য হিজাব বিক্রির পরিকল্পনা করছিলেন তারা৷ কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে, বলে জানান তিনি৷

এর আগে কোম্পানিটি জানিয়েছিলেন, হাতে গোনা কয়েকজন বিশেষ ক্রীড়াবিদদের জন্য তারা হিজাব বিক্রি করবে৷

কিন্তু ফ্রান্সে হিজাববিক্রির পরিকল্পনায় স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন ফরাসি রাজনীতিবিদ ক্ষোভ প্রকাশ করেন৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আইনে এ বিষয়ে কোনো বিধিনিষেধ নেই৷ কিন্তু এটা নারীদের প্রতি একটা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, যা আমি সমর্থন করি না৷ তাই আমি চাইবো কোনো ফরাসি ব্র্যান্ড নারীদের হিজাবকে প্রোমোট করবে না৷''

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ'র এক মুখপাত্র বলেছেন, ‘‘এটা কোনো অবদমন নয়, এটা সেই পুরুষদের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, যারা জনসমক্ষে নারীদের উপস্থিতি সহ্য করতে পারে না৷''

২০১৪ সালে স্কুল এবং সরকারি অফিসে ফ্রান্স এমন ধরণের  হিজাব নিষিদ্ধ করেছে, যা দিয়ে চুল ঢাকা থাকে, কিন্তু চেহারা দেখা যায়৷ কিন্তু রাস্তায় হিজাব পরিহিত নারীদের অহরহ দেখা যায়৷

তবে স্পোর্টস হিজাব পরিধানের পক্ষে যাঁরা, তাঁরা বলছেন, হিজাব পরতে দিলে মুসলমান নারীরা বিভিন্ন খেলা ও অন্যান্য কাজে অংশ নিতে পারবে এবং এর ফলে নারীর ক্ষমতায়ন বাড়বে৷

ডিকেটল্যুঁ-র দৌড়ের পোশাকের ডিজাইন করেন আঞ্জেলিক টিবো৷ তিনি জানান, ‘‘আমি চাই প্রত্যেক শহরের, প্রতিটি দেশের, প্রত্যেকটি এলাকার নারীরা তাদের ইচ্ছা পূরণে এগিয়ে আসুক৷ সেটা তাদের সংস্কৃতির প্রতি সম্মান রেখে যদি তারা করতে চায় এতে বাধা দেয়া উচিত নয়৷''

তিন বছর আগে বুর্কিনি যখন বাণিজ্যিকভাবে প্রচার পায়, তখন ফ্রান্সের কয়েকজন মেয়র পুরো শরীর ঢাকা সাঁতারের পোশাক নিষিদ্ধ করেছিলেন৷

উল্লেখ্য,মার্কিন কোম্পানি নাইকি স্পোর্টস হিজাব বিক্রি করে৷ অনেক প্রখ্যাত মুসলিম অলিম্পিক পদকজয়ী নারী তাঁদের তৈরি হিজাব পরেন৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান