1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষ যাজক শিশু যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত

২৬ ফেব্রুয়ারি ২০১৯

ভ্যাটিকানের সাবেক অর্থমন্ত্রী এবং পোপের শীর্ষ উপদেষ্টা কার্ডিনাল জর্জ পেল শিশু যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ নব্বইয়ের দশকে দুই শিশুকে যৌন হয়রানির অপরাধে তাঁর সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড হতে পারে৷ 

https://p.dw.com/p/3E6re
Australien Kardinal George Pell
ছবি: Getty Images/D. Traynor

 এই তথ্য জানিয়েছে  অস্ট্রেলিয়ার গণমাধ্যম৷ কার্ডিনাল জর্জ পেল ভ্যাটিকানের অর্থমন্ত্রী  এবং পোপ ফ্রান্সিসের  শীর্ষ উপদেষ্টা ছিলেন৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ার এক আদালত জানায়, দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি৷ নব্বইয়ের দশকে মেলবোর্নের সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রালে ১৩ বছরের দুই কিশোরকে যৌন হয়রানি করেছিলেন বলে জানিয়েছে আদালত৷

গত বছর ডিসেম্বরের ১১ তারিখ ১২ সদস্যের জুরি বোর্ড এই রায় দেন৷ কিন্তু বিচারক এক নির্দেশ জারি করায় গত বছরের মে মাস থেকে চলা এই বিচারপ্রক্রিয়ার কোনো সংবাদ প্রকাশ করা যায়নি৷ কিন্তু চলতি সপ্তাহের মঙ্গলবার এই নির্দেশ উঠিয়ে নেয়া হয়, যখন আইনজীবীরা সিদ্ধান্ত নেন, দ্বিতীয়বার এই মামলার শুনানির প্রয়োজন নেই৷

পেলের বয়স এখন ৭৭, যখন তিনি এই অপরাধ করেছিলেন, তখন তার বয়স ছিল ৫৫৷ তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঐ কিশোরদের ‘ওরাল সেক্স' করতে বাধ্য করেছিলেন৷ এছাড়া স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেছিলেন৷ এই অভিযোগে কার্ডিনাল পেলের সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে৷ তাঁকে কতদিনের কারাদণ্ড দেয়া হবে, সে বিষয়ে শুনানি শুরু হবে বুধবার থেকে৷

রায়ের পর পেল আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি৷ তবে তাঁর আইনজীবীদের দাবি, তিনি নির্দোষ এবং তাঁরা এর বিরুদ্ধে আপিল করবেন৷

সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক কর্মকর্তা অভিযুক্ত

বিচারপ্রক্রিয়ার পুরোটা সময় পেল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন৷ আদালতে জুরিদের একটি ভিডিও দেখানো হয়, যেখানে ২০১৬ সালে পেলকে জিজ্ঞাসাবাদ করেছিল রোমের পুলিশ, সেখানেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন৷ তবে এই ভিডিওর পাশাপাশি যৌন হয়রানির শিকার দুই কিশোরের মধ্যে একজনের ভিডিও দেখানো হয়, যেখানে তিনি তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন৷

ঐ ঘটনার পর যৌন হয়রানির শিকার ঐ কিশোর দীর্ঘদিন ধরে লজ্জা, ভয় আর অবসাদগ্রস্ত ছিলেন৷ দ্বিতীয় কিশোর ২০১৪ সালে অতিরিক্ত হেরোইন সেবনে মারা যান৷

 ক্যাথলিক কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত যারা অভিযুক্ত, তাঁদের মধ্যে পেল বয়ঃজ্যেষ্ঠ৷ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ২০১৬ সালে অর্থমন্ত্রীর পদ থেকে অবসর নেন৷ গত বছরের ডিসেম্বরে ভ্যাটিকান ঘোষণা করে যে, পোপের শীর্ষ উপদেষ্টার পদ থেকে পেলকে সরিয়ে দেয়া হয়েছে, তবে এর কোনো কারণ উল্লেখ করেনি তারা৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য