শীর্ষ যাজক শিশু যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত
২৬ ফেব্রুয়ারি ২০১৯এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম৷ কার্ডিনাল জর্জ পেল ভ্যাটিকানের অর্থমন্ত্রী এবং পোপ ফ্রান্সিসের শীর্ষ উপদেষ্টা ছিলেন৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ার এক আদালত জানায়, দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি৷ নব্বইয়ের দশকে মেলবোর্নের সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রালে ১৩ বছরের দুই কিশোরকে যৌন হয়রানি করেছিলেন বলে জানিয়েছে আদালত৷
গত বছর ডিসেম্বরের ১১ তারিখ ১২ সদস্যের জুরি বোর্ড এই রায় দেন৷ কিন্তু বিচারক এক নির্দেশ জারি করায় গত বছরের মে মাস থেকে চলা এই বিচারপ্রক্রিয়ার কোনো সংবাদ প্রকাশ করা যায়নি৷ কিন্তু চলতি সপ্তাহের মঙ্গলবার এই নির্দেশ উঠিয়ে নেয়া হয়, যখন আইনজীবীরা সিদ্ধান্ত নেন, দ্বিতীয়বার এই মামলার শুনানির প্রয়োজন নেই৷
পেলের বয়স এখন ৭৭, যখন তিনি এই অপরাধ করেছিলেন, তখন তার বয়স ছিল ৫৫৷ তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঐ কিশোরদের ‘ওরাল সেক্স' করতে বাধ্য করেছিলেন৷ এছাড়া স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেছিলেন৷ এই অভিযোগে কার্ডিনাল পেলের সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে৷ তাঁকে কতদিনের কারাদণ্ড দেয়া হবে, সে বিষয়ে শুনানি শুরু হবে বুধবার থেকে৷
রায়ের পর পেল আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি৷ তবে তাঁর আইনজীবীদের দাবি, তিনি নির্দোষ এবং তাঁরা এর বিরুদ্ধে আপিল করবেন৷
সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক কর্মকর্তা অভিযুক্ত
বিচারপ্রক্রিয়ার পুরোটা সময় পেল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন৷ আদালতে জুরিদের একটি ভিডিও দেখানো হয়, যেখানে ২০১৬ সালে পেলকে জিজ্ঞাসাবাদ করেছিল রোমের পুলিশ, সেখানেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন৷ তবে এই ভিডিওর পাশাপাশি যৌন হয়রানির শিকার দুই কিশোরের মধ্যে একজনের ভিডিও দেখানো হয়, যেখানে তিনি তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন৷
ঐ ঘটনার পর যৌন হয়রানির শিকার ঐ কিশোর দীর্ঘদিন ধরে লজ্জা, ভয় আর অবসাদগ্রস্ত ছিলেন৷ দ্বিতীয় কিশোর ২০১৪ সালে অতিরিক্ত হেরোইন সেবনে মারা যান৷
ক্যাথলিক কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত যারা অভিযুক্ত, তাঁদের মধ্যে পেল বয়ঃজ্যেষ্ঠ৷ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ২০১৬ সালে অর্থমন্ত্রীর পদ থেকে অবসর নেন৷ গত বছরের ডিসেম্বরে ভ্যাটিকান ঘোষণা করে যে, পোপের শীর্ষ উপদেষ্টার পদ থেকে পেলকে সরিয়ে দেয়া হয়েছে, তবে এর কোনো কারণ উল্লেখ করেনি তারা৷
এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)